নালিতাবাড়ীতে প্রভাবশালীদের অত্যাচারে ৫ পরিবার অতিষ্ঠ
আমিরুল ইসলাম,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে প্রভাবশালীদের হামলা ও নানা অত্যাচারে থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ৫টি পরিবার।
জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের পশ্চিম চাঁদগাও গ্রামে বসবাস ৫ পরিবারের। তাদের সম্পদ বলতে মৃত আমের আলীর রেখে যাওয়া সারে ১৪ শতক জমি। এতে বাস করছে আমিরুজ্জামান, আবু জাফর, আমিরুল ইসলাম, ইয়াসিন আলী ও জায়দা খাতুন।
ভুক্তভোগীরা জানান, শ্রমিকের কাজ করে দিন কাটে তাদের। পরিবারগুলোকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত পাশের বাড়ির প্রভাবশালী আব্দুস ছাত্তার, ভাতিজা ইব্রাহিম খলিল খোকন, নূর মোহাম্মদের পুত্র আবু রায়হান ও বিল্লাল হোসেন।
তারা নানাভাবে অত্যাচার করে নিরীহ এই পরিবারগুলোর উপর। গত ৬ জুন ছাত্তারদের হামলার আহত আমিরুজ্জামান বাদী হয়ে ছাত্তারসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
তবুও থামছেনা ছাত্তারদের ষড়যন্ত্র। সর্বশেষ টয়লেটের মল গড়িয়ে দিয়েছে রাস্তা দিয়ে। ফলে পরিবারগুলোর চলাচলের রাস্তা বন্ধ হওযার উপক্রম।
পুলিশ অভিযুক্ত আসামী আব্দুস ছাত্তার ও বিল্লাল হোসেনকে ১৬ জুন গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
এব্যাপারে ছাত্তারের ভাতিজা ইব্রাহিম খলিল খোকন বলেন- আমরা ওই জমি ক্রয় করেছি। সেই জমি ওরা জোরপূর্বক দখলে রেখেছে। ফলে তাদের সাথে দ্বন্দ চলছে। আমিরুজ্জামান গংরা অযথা ফ্যাসাদ সৃষ্টি করে আমাদের নামে মিথ্যা বলছে।