নালিতাবাড়ীতে পরিমাণে কম দেয়ায় ৪ পেট্রোল ব্যবসায়ীকে জরিমানা
আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পরিমানে কম দেয়ায় ৪ পেট্রোল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে পৌর শহরের আড়াইআনি ও গড়কান্দা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
জানা গেছে, অ-অনুমোদিত নন-স্ট্যান্ডার্ড ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রি করার অপরাধে ৪ বিক্রেতাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়।
অর্থদন্ড প্রাপ্তরা হলো গড়কান্দা ও আড়াইআনি বাজারের এফইউ ট্রেডার্স, মেসার্স তুষার এন্টারপ্রাইজ, জোনাব আলী ওয়েল স্টোর এবং মেসার্স অপু ট্রেডার্স।
তারা প্রতি দশ লিটারে ৪০০-৫০০ মিলিলিটার কম পরিমাণে জ্বালানী তেল বিক্রির দায়ে প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
খৃষ্টফার হিমেল রিছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে খেলা রাণী কর, পরিদর্শক, বিএসটিআই উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
এব্যাপারে ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।