নালিতাবাড়ীতে পরিমাণে কম দেয়ায় ৪ পেট্রোল ব‍্যবসায়ীকে জরিমানা

আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পরিমানে কম দেয়ায় ৪ পেট্রোল ব‍্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে পৌর শহরের আড়াইআনি ও গড়কান্দা এলাকায় মোবাইল কোর্ট প‌রিচালনা করেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, অ-অনুমোদিত নন-স্ট্যান্ডার্ড ওয়েইং স্কেল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ জ্বালানি তেল বিক্রি করার অপরাধে ৪ বিক্রেতাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ মোতাবেক জ‌রিমানা করা হয়।

অর্থদন্ড প্রাপ্তরা হলো গড়কান্দা ও আড়াইআনি বাজারের এফইউ ট্রেডার্স, মেসার্স তুষার এন্টারপ্রাইজ, জোনাব আলী ওয়েল স্টোর এবং মেসার্স অপু ট্রেডার্স।

তারা প্রতি দশ লিটারে ৪০০-৫০০ মিলিলিটার কম পরিমাণে জ্বালানী তেল বিক্রির দায়ে প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অর্থদণ্ড প্রদান ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সিকি‌উটিভ ম্যাজিস্ট্রেট
খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

ভ্রাম‍্যমান আদালত পরিচালনা কালে খেলা রাণী কর, পরিদর্শক, বিএসটিআই উপ‌স্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

এব‍্যাপারে ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights