নালিতাবাড়ীতে তামাকমুক্ত দিবস পালন
আমিরুল ইসলাম, শেরপুর : তামাক নয় খাদ্য ফলান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে ইউএনও খৃষ্টফার হিমেল রিসিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি ঈফফাত জাহান তুলি বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন আবু সাঈম, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহিউদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী প্রমুখ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে এক র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিক্ষক ফরিদ আহম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।