নালিতাবাড়ীতে গলায় ফাঁস লেগে মাদরাসা ছাত্রের মৃত্যু
আমিরুল ইসলাম, শেরপুর : নিজেদের গরু চড়াতে গিয়ে গরুর রশিতে গলায় ফাঁস লেগে জুয়েল মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা সোয়া দুইটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল স্থানীয় হিফজুল কোরআন মাদরাসার ছাত্র, সে ছোট গোল্লারপাড় গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল তাদের গৃহপালিত দুইটি গরু দৈনিকের মতো বাড়ির সামনে থাকা রাস্তার পাশে চড়াতে যায়। পরে একটি গরু বেঁধে আরেকটি ঘাস খেতে ছেড়ে দিয়ে ওই গরুর রশি রাস্তার পাশে থাকা একটি ইউক্যালিপ্টাস গাছে বেঁধে খেলা করছিল। বেলা সোয়া ২টার দিকে অসতর্কবশত রাস্তার ঢালে পা পিছলে রশিতে ঝুলে তার গলায় ফাঁস লেগে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নিলে সে মারা যায়।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল লতিফ মিয়া।