নাইজারে বন্দুকধারীর হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

নাইজারের পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম।

টিলাবেরি অঞ্চলের গভর্নর ইব্রাহিম তিডজানি কাচেল্লা বলেন, রোববার মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে হামলাকারীরা উত্তর দিকে চলে যাওয়ার সময় গবাদি পশুর ওপর গুলি চালায়। এ সময় তারা কয়েকটি দোকানে লুটতরাজ চালায়।

স্থানীয় একটি সূত্র জানায়, হামলার শিকার গ্রামগুলো হচ্ছে গাবাদো, জিবানে কইরা-জেনো ও জিবানে-তেগুই।

এই গ্রামগুলো আনজৌরু নামেরক কমিউন দ্বারা পরিচালিত হচ্ছে। টিলাবেরি শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এবং নাইজার, বুরকিনা ফাসো ও মালি সীমান্তে অবস্থিত। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএস অনুগত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

গত কয়েক বছরে এই অঞ্চলের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়েছে। ফরাসি সেনাবাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও জি ফাইভ সাহেল সদস্যদের উপস্থিতিও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares