নকলায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আমিরুল ইসলাম, শেরপুর: শেরপুরের নকলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (৯জুন) বিকেল দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামে ও চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিন নারায়নখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিন নারায়নখোলা গ্রামের দিনমুজুর শফিকের পুত্র সাব্বির (১৬) ও বড়ইতার গ্রামের আতশ আলীর পুত্র শিপন মিয়া (৪৫)। সাব্বির কোটেরচর জোনাব আলী দাখিল মাদরাসার নবম শ্রেনির ছাত্র। শিপন কৃষিকাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাব্বির বন্ধুদের নিয়ে অষ্টধর ইউনিয়নের ব্রক্ষপুত্র নদীর পাশে মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় বজ্রপাত ঘটলে সাব্বির আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে কৃষক শিপন মিয়া বৃষ্টির সময় গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত মাদরাসার ছাত্র সাব্বির (১৬) ও কৃষক শিপন মিয়ার (৪৫) দুই পরিবারকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights