নকলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
আমিরুল ইসলাম, শেরপুর : শেরপুরের নকলাতে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।
“গর্ভকালে চারমাস সেবা গ্রহন করি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে এক র্যালী বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। সভা ও র্যালীতে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নেন।