নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদি, সমাজসেবা অফিসার আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যানগণ এবং নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights