নওগাঁর মান্দায় ওসিকে বিদায় সংবর্ধনা
আপেল মাহমুদ, রাজশাহী:
নওগাঁর মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার।
আরও পড়ুন রূপচর্চায় নিম হলুদে সুরক্ষা
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবা সিদ্দিকা রুমা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, বিদায়ী ওসি মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান ও তোফাজ্জল হোসেন তোফা, মান্দা থানার উপপরিদর্শক সুব্রত কুমার ও আশীষ সরকার, সহকারি উপপরিদর্শক আব্দুল মালেক, কনস্টেবল হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মান্দা থানার ওসি মোজাফফর হোসেনকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগামিকাল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি হিসেবে যোগদান করবেন তিনি।