দ্বিতীয় এডেনডামে বাংলাদেশ-ভারতের সই
নিউজ ডেস্ক
বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিঅ্যান্ডটি) দ্বিতীয় এডেনডামে (সংযোজনী পত্রে) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত।
নতুন চুক্তি অনুযায়ী, বিদ্যমান চারটি রুটের (আসা-যাওয়ায় ৮টি) সঙ্গে নতুন একটি রুট দাউদকান্দি-সোনামুড়া রুট এবং পাঁচটি বন্দর পোর্ট অব কলভুক্ত হল।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং ভারতের পক্ষে বাংলাদেশস্থ দেশটির হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ স্বাক্ষর করেন।