দৌলতখানে ৭৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
এম এ আশরাফ,দৌলতখান প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান উপজেলায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।
গত ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৮টায় দৌলতখান উপজেলার দলিলউদ্দিন খায়েরহাট বাজারে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের উপ- পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথের সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে চালিয়ে কাওসার ও রানাকে আটক করে।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান,এমডির ১০ দিনের ও সহযোগী শিবলীর ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
কাওসার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহেররের ছেলে এবং অন্যজন একই ইউনিয়নের দিদারউল্যাহ্ গ্রামের হারেছের ছেলে রানা।
এসময় মাদক বিক্রি নগদ টাকা সহ তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে।