দৌলতখানে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এম এ আশরাফ,দৌলতখান প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দিঘির পাড় সংলগ্নে ঝুলন্ত অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে দৌলতখান থানার পুলিশ।

সোমবার (১৫ জুন) বেলা ১ টার সময় চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হাসিব নামের সেই শিশুর লাশ উদ্ধার করা হয়।জানা যায়,হাসিব (১১) কলাকোপা ৩ নং ওয়ার্ডের মৃত নুরে আলমের ছেলে।

ছোট থেকেই হাসিব তার নানু হাজেরা বেগমের সাথে থাকতো। হাসিব কলাকোপা সিনিয়র আলিম মাদ্রাসা ৪র্থ শ্রেণির পুড়ুয়া ছাত্র ছিল। হাসিবের নানু হাজেরা বেগম হাসিবে কে বাসায় রেখে তার ছোট মেয়ে কে দেখতে যায়। পরে হাজেরা বেগম তার মেয়ের বাড়ির থেকে আসার পরে দরজা বন্ধ পেয়ে পাশের টিনের বেড়া ছিদ্র করে দেখেন

ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসিব কে দেখতে পায় । পরে তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares