দৌলতখানে পণ্যের দাম বেশি রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
দৌলতখান প্রতিনিধি:
রমজান ও করোনাভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং মূল্য তালিকা না থাকায় ভোলার দৌলতখানে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার(২৫ এপ্রিল) দৌলতখান বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এসব জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ জানান, দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও মূল্যের তালিকা না থাকায় ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা করা হয়েছে নাহার ষ্টোরকে ২০ হাজার টাকা, সবজি ব্যবসায়ী কামালকে ২ হাজার, মুড়ি ব্যবসায়ী মিঠুনকে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় তালুকদার ষ্টোরকে ৫ হাজার, মনির ষ্টোরকে ৫ হাজার,সালাউদিন ষ্টোরকে ৫ হাজার, কাচা মালের আড়তদার ইব্রাহিমকে ৫ হাজার ও সামছুউদ্দিন আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, রমজান উপলক্ষে এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চওড়া আকারে পুজি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।