দৌলতখানে করোনা আক্রান্ত ৩
এম এ আশরাফ,দৌলতখান প্রতিনিধি:
কোভিট-১৯ করোনা ভাইরাসের সংক্রমনে ভোলার দৌলতখান উপজেলায় ৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান জানান, দৌলতখানে ১৪৯ জনের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্য ৮০ জনের ফলাফল হাতে পেয়েছি, তার মধ্য ৭৭ জনের নেগেটিভ ও ৩ জনেরি পজিটিভ। বাকি ৬৯ জনের ফলাফল আমরা এখোনো পাইনি।
দৌলতখানে আরো ২ জনের দেহে করোনা শনাক্ত, এ নিয়ে মোট শনাক্ত ৩ জন। এদের মধ্যে ১৩ মে শনাক্ত হয় দুই জন। এদের বাড়ি, দৌলতখান উপজেলার চরখলিফা (৬ নং ওয়ার্ড) ইউনিয়নের, সোনা মিয়া বাড়ির মোঃ জামালের (৪৮) দেহে করোনা পজিটিভ শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রাম থেকে ১২/১৩ দিন আগে আসছে।অপর জন মোঃ খালেক (৬৫), কলাকপা ২ নং ওয়ার্ডের, বড় বাড়ির বাসিন্দা।
আক্রান্ত তিন জনের মধ্যে একজন ভোলায় তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে এবং অপর দুই জন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলিউশনে চিকিৎসাধীন আছে।
জনগনের সংক্রমন রোধে তাদের বাড়ি গুলোসহ আশপাশের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।