দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পরিবেশ ও বনমন্ত্রী

আমিরুল ইসলাম, শেরপর : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাহ তদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নসহ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২২ জুলাই ) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ উদ্বোধন কালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দরায়, ঢাকা কেন্দ্রীয় বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় মধুটিলা ইকোপার্কে সহ ব‍্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ‍্যে ৬৩৭ জন উপকার ভোগী সদস্যদের মাঝে ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অন‍্যান‍্যের মাঝে অনুষ্ঠানে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মদ বকুল, কোষাধ‍্যক্ষ গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী,
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন সহ বনবিভাগ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights