দুলারহাটে মসজিদের ইমামদের মাঝে কুয়েত সংস্থার ত্রাণ বিতরণ
দুলারহাট প্রতিনিধি:
বিশ্বজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও ক্রমশ বেড়েই চলেছে এ ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত।
তাই করোনার এই দুর্যোগে ভোলার দুলারহাটের নুরাবাদ ইউনিয়নে কুয়েত সংস্থার উদ্যোগে নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়ার তত্বাবধানে প্রায় ৫৭ টি মসজিদের ইমাম -মোয়াজ্জেমদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫৭ টি মসজিদের ইমাম-মোয়াজ্জেমদের হাতে এসব ত্রাণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ত্রানের প্রতি প্যাকেটে ৫০ কেজি চাল,১০ কেজি আলু, ২ কেজি পিয়াজ,৩ কেজি ডাল দেওয়া হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন কুয়েত সংস্থার দুলারহাট থানা সমন্বয়ক মাওলানা ইউসুফ, ভোলা কুয়েত সংস্থার প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আলেম সমাজ।