দুর্নীতির নিউজ প্রকাশ করায় সম্পাদকের বিরুদ্ধে মামলা
স্বাধীন সাংবাদিকতার উপর কুঠারাঘাত:সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন
নিউজ ডেস্ক:
সংবাদ প্রকাশের কারণে সম্পাদক, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকে স্বাধীন সাংবাদিকতার উপর কুঠারাঘাত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।
তিনি বলেছেন, সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করতেই, মানুষের জানার অধিকারকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের মামলা করা হয়। প্রকারান্তরে এটি দুর্নীতিকে আরও উৎসাহিত করবে।
ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে এক সংবাদের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিক্রিয়ায় একথা বলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনতৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিক্রিয়ায় সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নেতা আমিন উদ্দিন বলেন, “সংবাদ মাধ্যমে দুর্নীতির খবর প্রকাশ করার পর যদি সাংবাদিক-সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে কোনো মানুষই কোনো খবর প্রকাশ করবে না।
“আমি মনে করি এ ধরনের পদক্ষেপ স্বাধীন সংবাদ মাধ্যমের উপর যেমন কুঠারাঘাত, তেমনিভাবে মানুষের সঠিক সংবাদ পাওয়ার অধিকার হরণের নামান্তর। এভাবে মামলা হলে সঠিক মানুষকে সংবাদ পাওয়া থেকে বঞ্চিত করবে।”
সূত্র:বিডিনিউজ২৪