তজুমদ্দিনে ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ১০৮টি সরকারী- প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। একই সাথে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সদ্য নিয়োগপ্রাপ্ত ৮২জন সহকারী শিক্ষকের “নবীব বরণ” উপজেলা পরিষদ মিলনায়তনে (১২জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম-সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জহিরুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সম্পাদক একেএম কলিমুল্যাহ। প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা

স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights