ঢাকার নতুন ডিসি আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে তাঁর স্থলে গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে (১৫৫০৪) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে (১৬৩৩৬) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জানুয়ারী (শনিবার) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন আনিসুর রহমান। এর আগে ৫ জানুয়ারি (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান (১৫৫০৪) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

উপসচিব পদমর্যাদার কর্মকর্তা আনিসুর রহমান এর আগে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা গোপালগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights