ড.ইউনূসের বই গায়েব জাতির জন্য লজ্জাজনক: আ স ম রব

স্টাফ রিপোর্টার : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লেখা-‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিকস অফ জিরো প্রভার্টি, জিরো আনইমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস’ বইটি অদৃশ্য শক্তির ইশারায় জাতীয় সংসদ লাইব্রেরি থেকে গায়েব করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিশ্ব বরেণ্য, বাঙালির অহংকার ড. মুহাম্মদ ইউনূস এর ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ বইটি মানবজাতি ও পৃথিবীকে রক্ষার নতুন ‘দর্শন’ হিসেবে সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত। সেই বইটি জাতীয় সংসদ লাইব্রেরিতে রাখা ‘ভীতিকর’ গণ্য করে টানা-হেচড়া করা, সরিয়ে ফেলা, আড়াল করা এবং গায়েব করার ঘটনা অতীব দুঃখজনক।
প্রফেসর ড. ইউনূসের বই পৃথিবীর বহু দেশে বহুল পঠিত ও প্রশংসিত। তিনি ক্ষুদ্রঋণ ধারণারও প্রবর্তক। ডক্টর ইউনূসের বই বাংলাদেশে নিষিদ্ধও নয়, এমনকি ধর্ম, রাষ্ট্র এবং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিকও নয়। সরকারের অন্ধ সমর্থক না হওয়ার কারণে প্রফেসর ইউনূসের বই জাতীয় সংসদের লাইব্রেরি থেকে উধাও করে ফেলা হীনমন্যতার প্রকাশ।
লাইব্রেরি হচ্ছে সকল মত, পথ ও মতাদর্শের সংরক্ষণাগার। ড. ইউনূসের মত, দর্শন এবং প্রস্তাবনাকে বাস্তবায়ন করতে হলে যেমন তাঁর বই পাঠ করা প্রয়োজন, তেমনি বিরোধিতার জন্যও পাঠ করা প্রয়োজন।
শিক্ষা, ইতিহাস, দর্শন, গণতন্ত্র, গবেষণা এবং আত্মবিকাশের স্বার্থে জাতীয় সংসদ লাইব্রেরিতে সকল মতাদর্শের বই থাকা বাঞ্ছনীয়।
জাতীয় জীবনে ভিন্নমত ও পথকে নিধন করে সরকার ভয়ের যে সংস্কৃতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিয়েছে তার হাওয়া লেগেছ খোদ জাতীয় সংসদের লাইব্রেরি প্রশাসনেও। অদৃশ্য শক্তির ইশারায় প্রফেসর ইউনূসের বই লুকিয়ে ফেলে বা গায়েব করে লাইব্রেরি প্রশাসন আতঙ্ক মুক্ত হয়ে চাকুরী রক্ষা করতে চেয়েছে।
জাতীয় সংসদের লাইব্রেরি হতে নোবেল বিজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডঃ মুহাম্মদ ইউনূসের গায়েবকৃত বই অবিলম্বে উদ্ধারপূর্বক যথাস্থানে প্রতিস্থাপন করার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights