ঠাকুরগাঁওয়ে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত
আকতারুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘন্টায় মোট ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী সনাক্ত হলো। এর মধ্যে পীরগঞ্জ উপজেলায় এক জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বাকি ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।
নতুন ৭ জন সনাক্ত রোগী মধ্যে হরিপুর উপজেলার ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলার ১ ও পীরগঞ্জ উপজেলায় ২ জন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে আজ ৭ জন করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মোট ৫২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম তিনজন করোনা সংক্রমন রোগী সনাক্ত হলে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন।