টিসিবির নতুন চেয়ারম্যান আরিফুল হাসান
নিউজ ডেস্ক
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
এই ব্রিগেডিয়ার জেনারেলকে টিসিবির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিতে বৃহস্পতিবার তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে টিসিবির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।