ঝিনাইগাতীতে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইত্তেফাকুল উলামা’র র্যালি
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : ইত্তেফাকুল উলামা শেরপুরের ঝিনাইগাতি উপজেলা শাখার উদ্যোগে (২০ মার্চ) সোমবার মাহে রমজান কে স্বাগত জানিয়ে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজার মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়কে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে ধানহাটি মোড়ে এসে শেষ হয়। ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন, মাওলানা মাহমুদুল হাসান সাহেব দাঃ বাঃ, মাওলানা ছফির উদ্দীন সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব দাঃ বাঃ সহ ইসলামী আন্দোলনের মাওলানা সালেহ আহমদ।
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সর্বস্তরের মুসলমানসহ আলেম সমাজ, ছাত্র, ব্যবসায়ীগন স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন নেন। বক্তাগন রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, অশ্লীলতা-বেহায়াপনা, সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধের দাবীসহ রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান। শেষে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতি উপজেলা শাখার সভাপতি, জামিয়া ইসলামীয়া মদিনাতুল উলুম মাদরাসার মোহতামীম আলহাজ্ব মুফতি খালিছুর রহমান দাঃ বাঃ এর সমাপনি বক্তব্য ও দুয়ার মাধ্যমে পথসভা শেষ হয়।