ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আমিরুল ইসলাম,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতিতে বজ্রপাতে আকবর আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার কান্দুলি গ্রামে সোমবার(১৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আকবর আলী বৃষ্টির মধ্যে ধান ক্ষেত থেকে হাঁস আনতে যায়।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আকবর আলীর মৃত্যু হয়। এবিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।