ঝিনাইগাতীতে ইয়াবাসহ গ্রেফতার ২
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ১২পিচ ইয়াবা সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০ ঘটিকার দিকে তাদেরকে উপজেলার কালাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালাকুড়া গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে মো. আরিফ মিয়া (৪২) এবং মো. আহাম্মদ আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৫)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ২ মাদক কারবারিকে ১২পিচ ইয়াবাসহ উপজেলার কালাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।