জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন থেকে সরোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামের মাঠের ধানক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সরোয়ার ওই গ্রামের জনাব আলীর ছেলে।
এলাকাবাসীরা জানায়, সরোয়ার একজন মাদকসেবী ছিলেন। নেশার টাকা সংগ্রহের জন্য তিনি আশপাশের এলাকায় চুরি, ছিনতায় করতেন। এরই জের ধরে কে বা কারা তাকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃত্যুর সঠিক কারন এখানো জানা যায়নি, সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহের ময়নাতদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।