জয়পুরহাটে প্রথম স্কাউট সমাবেশের ইতিকথা
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে প্রথম স্কাউট সমাবেশের ইতিকথা।বলতে গেলে ১৯৬২/৬৩ সালের ঘটনা।জয়পুরহাট তখনো বগুড়া জেলার অন্তরভুক্ত একটি মহকুমা ।
প্রত্যন্ত একটি মফস্বল এলাকা, জয়পুরহাট শহরটি তখনো তেমন কোন আধুনিকতার আলোকে দৃশ্যমান হয়নি। তারপরেও শিক্ষা, আর্থ সামাজিক দিক থেকে জয়পুরহাট ছিল অনেকটাই এগিয়ে ।
নুসরাতের নাচের ভিডিও সোস্যাল মিডিয়ায় ঝড়
পাকিস্তান প্রিয়ডে খনজনপুর মিশন স্কুলটি ছিল উত্তর বঙ্গের সেরা একটি স্কুল । এই স্কুলের মাঠেই সেই ষাটের দশকে খুব- সম্ভব ১৯৬২/১৯৬৩ সালে বগুড়া জেলার প্রথম স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
সে সময় স্কাউটের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন খনজনপুর উচ্চ-বিদ্যালয়ের শারীর র্চ্চা বিভাগের শিক্ষক নুরুল হক এবং খনজনপুর মিশন এর সার্বিক দায়িত্বে ছিলেন, মিসেস হার্সি নামে এক খ্রীষ্টিয়ান মহিলা ।