জয়পুরহাটে পাট চাষাবাদ ২৯৮৫ হেক্টর,লক্ষ্যমাত্রা ৩৭ হাজার বেল
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলায় এবার চলতি পাট চাষাবাদ ২০২০/২১ ২ হাজার ৯ শত ৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এতে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৭ হাজার বেল ।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারের পাট জাত দ্রব্য ব্যবহার বাধ্যতা মূলক করায় পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানী হিসেবে পাট কাটিকে ব্যবহার ও পাট চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া এসব কারণে জেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। পাট চাষ সফল করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে হাতে-কলমে চাষিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পাট বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুদ রাখা সহ নানা কার্যক্রম।
সূত্রটি আরো জানায়, বিগত দশ বছরে জেলায় পাট চাষের হিসেবে দেখা যায়, ২০০৯-১০ মৌসুমে জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,৯৬৯ হেক্টর, অর্জিত হয়েছে ২,০৯৫ হেক্টর। এতে পাট উৎপাদন হয়েছিল ২৩,৭৮০ বেল। ওই বছর পাটের মূল্য ছিল ৮ শ থেকে ৯ শ টাকা মণ। ২০১০-১১ মৌসুমে জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল একই ১,৯৬৯ হেক্টর, অর্জিত হয়েছে ৩,৬৯২ হেক্টর। এতে পাটের উৎপাদন হয়েছিল ৪৫,৯০৫ বেল।
সে বছর পাটের মূল্য ছিল বাম্পার প্রতি মণ পাটের বাজার মূল্য ছিল ১ হাজার ৫ শত টাকা থেকে ২২ শ টাকা পর্যন্ত। ২০১১-১২ মৌসুমে ৩,৫৪৫ হেক্টর জমির বিপরীতে চাষ হয় ৪,২৯৪ হেক্টর এতে পাটের উৎপাদন হয়েছিল ৫৩,৩০৮ বেল। এ বছর পাটের মূল্য ছিল ৮শ থেকে ১২ শ টাকা মণ। ২০১২-১৩ মৌসুমে ৩,২৪২ হেক্টর জমির বিপরীতে চাষ হয় ৩,৩৯৫ হেক্টর এতে পাটের উৎপাদন হয়েছিল ৪৫,১১০ বেল।
এ বছর পাটের মূল্য ছিল ১২ শ থেকে ১৫ শ টাকা মণ। ২০১৩-১৪ মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৩,৪১৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। অর্জিত হয় ২,৮০০ হেক্টর। এতে পাট উৎপাদন হয়েছিল ২০,৮০০ বেল। এ বছর পাটের মূল্য ছিল ১৫ শ থেকে ২ হাজার টাকা মণ পর্যন্ত। ২০১৪-১৫ মৌসুমে ৩,০০০ হেক্টর জমির বিপরীতে পাট চাষ হয়েছিল ২,৯৫০ হেক্টর।
এতে পাটের উৎপাদন হয়েছিল ২৬,৪০০ বেল। এ বছর পাট বিক্রি হয় প্রতিমণ ১২ শ থেকে ১৮ শ পর্যন্ত। ২০১৫-১৬ মৌসুমে ২,৯১৫ হেক্টর জমির বিপরীতে পাট চাষ হয়েছিল ২,৯৫০ হেক্টর। এতে পাটের উৎপাদন হয়েছিল ৩৮,৯২৭ বেল। এ বছর পাট বিক্রি হয় প্রতিমণ ১৫ শ থেকে ১৮ শ পর্যন্ত , ২০১৬-১৭ চাষ মৌসুমে ২,৯২৯ হেক্টর জমির বিপরীতে পাট চাষ হয়েছিল ২,৯১০ হেক্টর।
এতে পাটের উৎপাদন হয়েছিল ৩৯,২৯১ বেল। এ বছর পাট বিক্রি হয় প্রতিমণ ১৩ শ থেকে ২ হাজার পর্যন্ত, ২০১৭-১৮ মৌসুমে ২,৯১০ হেক্টর জমির বিপরীতে পাট চাষ হয়েছিল ৩,১২০ হেক্টর। এতে পাটের উৎপাদন হয়েছিল ৪২,৪৩২ বেল।
এ বছর পাট বিক্রি হয় প্রতিমণ ১২ শ থেকে ১৮ শ পর্যন্ত এবং ২০১৯-২০ মৌসুমে ৩,০৯৫ হেক্টর জমির লক্ষ্য মাত্রার বিপরীতে ৩,০৯০ হেক্টর জমিতে পাটের চাষ হয়। সেখানে উৎপাদন হয়েছিল ৩৯,০০০ বেল পাট। এবছর প্রতি মন পাট বিক্রি হয় ১২ শ থেকে ২ হাজার টাকা মণ পর্যন্ত।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারী জানান, চলতি ২০২০-২১ পাট চাষ মৌসুমে জেলায় ৩,১৯০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে অর্জিত হয়েছে ২,৯৮৫ হেক্টর। এতে প্রায় ৩৭ বেল পাট উৎপাদন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।