জয়পুরহাটে নতুন চমক
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট বাসীর জন্য নতুন চমক, এই প্রথম শহরের প্রাণ কেন্দ্রে “শিশু উদ্যান” কর্তৃপক্ষ স্থাপন করেছে।
অত্যাধুনিক ৬৫ ফিট উঁচু নাগরদোলা, প্রায় সাত তলার সমান।
আগামী ৩১ জুলাই মুক্তি পাবে ‘শকুন্তলা দেবী’
আসছে আগামী কুরবানী ঈদে অথাৎ ঈদুল- আযহায় উদ্বোধন করা হবে। এই নতুন নাগরদোলাতে ছোট বাচ্চা, অভিভাবকসহ সকল বয়সী মানুষ উঠার সুযোগ থাকবে।