জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসাবে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রত্যেকের হাতে ১৫ শ টাকা এবং ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব নগদ টাকা ও চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার।
গত ২৪ ও ২৬ মে রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় শতশত ঘরবাড়ি, কৃষি শিল্প, ফসলের ক্ষেত ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয় বলে জানা গেছে ।