জয়পুরহাটে অনিয়মের অভিযোগে ওসি আবু ওবায়েদ প্রত্যাহার
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে অনিয়মের নানা অভিযোগে জেলার আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে।শুক্রবার ৩ জুলাই বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা পুলিশের একটি সূত্র জানায়, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে কমলার চাষ
এছাড়াও অনেকেই ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানীর কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে অবগত করেন।ওসির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম ও সাধারণ অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন পুলিশ সুপার।
আরও পড়ুন দেশে করোনায় আরও ২৯ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩২৮৮
জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সেলিম মালিক ওসির দায়িত্ব পালন করবেন ।পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি।