জয়পুরহাটের স্বাধীনের মতো হোক সকল ইউপি চেয়ারম্যান
এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের স্বাধীনের মতো হোক সকল ইউপি চেয়ারম্যান। জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ – সগুনাচড়া ও তুপাড়া -গোপালপুর সড়ক পায়ে চলা সাধারন ও যানবাহন চলা-চলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও বিভিন্ন ধরণের যানবাহন।
অনুদানের ‘মুখোশ’ সিনেমায় পরীমনি
সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে রাস্তাগুলো সংস্কার কাজে এলাকার যুব সমাজ কে সাতে সিয়ে নিজেই নেমে পরলেন এ সময়ের সফল ও উদ্দ্যমী ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন।