জুলাইয়ে মুক্তি পাচ্ছে সেলেনার ছবি

বিনোদন ডেস্ক

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ প্রযোজিত ছবি ‘ব্রোকেন হার্টস গ্যালারি’ আগামী ১০ই জুলাই বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। নাটালি ক্রিনস্কির রচনা ও পরিচালনায় ছবিটিতে অভিনেতা জেরাল্ডিন বিশ্বনাথন ও ডেকার মন্টগোমেরি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া এতে অভিনয় করেছেন উৎকর্ষ অম্বুদকর, মলি গর্ডন, ফিলিপা সু, সুকি ওয়াটারহাউস, আর্তুরো কাস্ত্রো, ইগো নোদিম, টেইলর হিল ও বার্নাডেট পিটারস। এমন জটিল পরিস্থিতিতেও ছবিটি বিশ্বব্যাপী প্রচারের সম্পূর্ণ স্বত্ব পেয়েছেন লেখিকা-পরিচালক নাটালি ক্রিনস্কি। এই ছবির মাধ্যমেই প্রযোজক থেকে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ছবিটি কানাডায় সমপ্রচার করবে এলিভেশন পিকচার্স। সেলেনা এ বিষয়ে বলেন, নারী লেখক ও পরিচালকদের আরো বেশি জরুরি। নাটালি আশ্চর্যজনক প্রতিভা ও তার অভিষেকের ছবির অংশ হতে পেরে আমি খুব আনন্দিত।

মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক-কমেডি ছবিটি একটি কারণে বেশ স্মরণীয় হয়ে থাকবে। করোনা ভাইরাস সংকটের কারণে গত মার্চ থেকে থিয়েটার বন্ধ থাকার পর এটিই হলিউডের প্রধান স্টুডিওগুলোর একটি থেকে মুক্তি পাওয়া প্রথম ছবি হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares