আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ ফুটবল লিড নিউজ জুনের শুরুতেই মাঠে ফিরছে লা-লিগা Daily sokalerdak May 23, 2020 স্পোর্টস ডেস্ক: মহামারী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমতে শুরু করায় স্পেনে আবারও মাঠে ফিরছে ফুটবল। ইউরোপের দেশটিতে আগামী ৮ জুন থেকে লা লিগা ফেরার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।