জীবিত মনমোহন সিংকে প্রয়াত বলে পোস্ট করলেন পার্থ চট্রোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন? এরকম কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীর একটি ফেসবুক পোস্টে। রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্রোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হওয়ার খবর দেন। পার্থ চট্রোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে মনমোহন সিংয়ের সঙ্গে তার একটি পুরনো ছবি পোস্ট করে লেখা হয়।
” ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরলোক গমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। যদিও এই পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে সেটি আবার ডিলেটও করে দেন। তিনি পোস্টটা করা মাত্রই ভাইরাল হয়ে যায় এবং অনেকে সেখানে গিয়ে ওনাকে ট্রোল করতে থাকেন। কারণ প্রধানমন্ত্রী মনমোহন সিং এখনও জীবিত। উনি সুস্থ আছেন।
এ কারণে মন্ত্রী পার্থকে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়। বেশিদেরি হওয়ার আগে পার্থ ফেসবুক পেজ থেকে ছবিটি ডিলিট করে দেওয়া হয়। এর মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী হয়ে কিভাবে দায়িত্বজ্ঞানহীন পোস্ট করতে পারেন তিনি।