জীবন
জীবন
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
করিয়া যাই সন্ধান,
পাই নি কোনো আখ্যান।
কেউ কি দিতে পারিবে ভাই?
এই জীবনের সংজ্ঞা।
ঝরেছে ঘাম বহু মনীষীর,
আসে নি কোনো আখ্যান।
বিজ্ঞান দিয়াছে আপনাভাবে,
এক জীবনের সংজ্ঞা।
তবে জীবন কী ভাই?
এক দল কহে,
ইহা স্বর্গীয় স্থান।
আরেক দল কহে,
ইহা কষ্টের কারাগার।
বিজ্ঞান বলিয়া দেয়,
ইহা হইলো প্রোটোপ্লাজমের কাম।
তবে কি এই জীবন সবকিছুরই দান?
পাই নি ইহার কোনো সুরাহা।
কইয়া বেড়ায় বহু মুসাফির,
ইহা হইলো বিচিত্রের কারখানা।
মতভেদের পাই নাই কোনো অন্ত,
শুরু হইয়া যায় বহু তন্ত্র-মন্ত্র।
সন্ধান করি এক বিহানে,
হয় অন্ত ঘোর আঁধারে।
করিতে থাকি চিন্তা,
কী হইতে পারে এই জীবনের সংজ্ঞা?