জীবন জীবিকা রক্ষায় ধীর স্থীরভাবে লকডাউন তুলতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেছেন, কিছু দেশে লকডাউন জারি করায় সংক্রমণ কমেছে এবং অনেক জীবন রক্ষা পেয়েছে।
তবে এই লকডাউনের কারণে আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। এ অবস্থায় জীবন-জীবিকা রক্ষায় ধীর-স্থিরভাবে লকডাউন তুলতে হবে।
অর্থনীতি সচল করার পাশাপাশি নতুন করে ভাইরাসের সংক্রমণ হলে যেন তা নিয়ন্ত্রণ করা যায় সে পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি জেনেভা থেকে অনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।