জিএমপি কমিশনার মোল্যা নজরুলকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)। সোমবার বেলা ১১টায় জিএমপি কমিশনার কার্যালয়ের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বক্তব্য রাখেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান ও ইউনিয়নের শ্রীপুর ইউনিট চিফ এবং নাগরিক টিভি’র গাজীপুর প্রতিনিধি মোঃ আল-আমিন।

সংবধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিএমপি’র অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মোঃ দেলোয়ার হোসেন, ডিসি ডিবি (মিডিয়া) ইব্রাহীম খান ও এসি (মিডিয়া) আসাদুজ্জামানসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (জনকন্ঠ), কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান (বাংলাদেশ পোষ্ট), বাসন মেট্রো থানা ইউনিট চিফ মোঃ জাহাঙ্গীর আলম (নিউজ ২৪ টিভি), কালীগঞ্জ ইউনিট চিফ মোঃ আব্দুল গাফফার (যুগান্তর) ও ডেপুটি চিফ খোরশেদ আলম (আনন্দ টিভি), মেট্রো সদর থানা ইউনিটের ডেপুটি চিফ শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল (আজকের আলোকিত সকাল), কালিয়াকৈর ইউনিট চিফ মাসুদ রানা (সময়ের কন্ঠ), সাংবাদিক ইউনিয়নের সদস্য শাহানাজ পাটোয়ারী, কাপাসিয়া ইউনিটের সদস্য মোঃ মাহবুবুর রহমান (দেশ বাংলা), সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী মোঃ আব্দুল মান্নান (স্বাধীন মত) প্রমুখ।

আলোচনা সভা শেষে কমিশনার মোল্যা নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি তার হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত ও সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights