জাফলংয়ে আওয়ামী নেতা ও সমর্থকদের দ্বারা সম্পত্তি জবর দখল

উপজেলা প্রতিনিধি: অত্র প্রতিবেদক কর্তৃক সরেজমিনে তদন্ত করে জানা যায় যে, জাফলং থানার আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা কামরান হামিদ ও তার গুন্ডাবাহিনীর ছত্র ছায়ায়, তারই জামাতা, আনোয়ার হোসেন জুবের যেন দিন দিন শক্তিশালী হয়ে উঠেছেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, গত ফেব্রুয়ারী ২০২৩ এর প্রথম দিকে আনোয়ার ও সমর্থকরা থানার সন্নিকটে বাণিজ্যিক এলাকার মধ্যে প্রায় এক একর সমপরিমাণ জমি একটি কৃষি কামার সহ জবর দখল করে নেয়। সেখানে তারা একটি টেম্পু ষ্ট্যান্ড তৈরী করে রীতিমতো যাত্রী পরিবহণ কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে। অনুসন্ধানে আরো জানা যায় যে, উক্ত মূল্যবান সম্পত্তিটি আনোয়ারের প্রাক্তন স্ত্রী, আয়েশা বেগম সুনেরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত।

দখলকৃত সম্পত্তিটি উদ্ধারে সুনেরার ভাই ইজ্জত আলী পুলিশের সাহায্য চাইলে, পুলিশ অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। বিপরীতে, আনোয়ার জুবের ইজ্জত আলী’কে এই বলে হুমকি দেয় যে, এ ব্যাপারে সে কিংবা সুনেরা বা তার সন্তানেরা উক্ত সম্পত্তির অধিকার চাইলে সবাইকে প্রাণে মেরে ফেলবে। তাহলে কি ন্যায় বিচার রাজনৈতিক সন্ত্রাসীদের ক্ষমতার অন্তরালে অধরাই রয়ে যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights