জাতীয় শোক দিবসে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র বৃক্ষরোপণ কর্মসূচি
আরও পড়ুন >>জাতীয় শোক দিবস আজ
ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজধানীর খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর, বাসাবোসহ বিভিন্ন স্কুল, কলেজে প্রায় ১ লক্ষ গাছের চারা বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ আগস্ট) ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র প্রধান কার্যালয় বাসাবো থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভসূচনা করেন ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবির ।
গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং অন্যকে বৃক্ষরোপণে উৎসাহিত করুন এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে বারমাসি আম, জাম, কাঁঠাল, আমড়া, বেল, অর্জুন, আমলকী, নিম, মেহগনি ছাড়াও ভেষজ ২০ প্রজাতির চারা বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার সহ স্বেচ্ছাসেবকবৃন্দ।