জাওয়ানের তাপে জ্বরে আক্রান্ত বাংলাদেশ
বিনোদন প্রতিবেদক : আগামীকাল ৭ সেপ্টেম্বর ভারতসহ বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের জাওয়ান মুভিটি। মুভিটির প্রথম দিনের টিকিটের জন্য মানুষের ভিড় জমেছে সকলে মাল্টিপ্লেক্সগুলোতে। দীর্ঘ লাইনের পরেও মিলছে না প্রথম দিনের টিকিট।
একই দিনে মুক্তি দেওয়ায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে শাহরুখের জাওয়ান। শাহরুখের জাওয়ান মুভিটি পরিচালনা করছে এটলি কুমার। এটলির এটা প্রথম কাজ শাহরুখের সাথে। ট্রেইলার দেখে সবাই পজিটিভ ভাইবেই দেখবে জাওয়ান মুভিটি এই আশাই করেছেন এটলি।
স্টার সিনেপ্লেক্স এ দীর্ঘ সময় লাইনে দাড়িয়েও টিকিট পাননি অনেকে। কখন টিকিট দেওয়া হবে সেটাও বলতে পারেননি ওখানে কর্তব্যরত কর্মীরা। এরপরও শাহরুখ ভক্তরা দীর্ঘ লাইনে অপেক্ষায় ছিল টিকিটের। যারা টিকিট পেয়েছেন তাদের আনন্দের সীমা বাধ ভেঙেছে।
টিকিট পেয়ে রাজু জানান, ‘আমি শাহরুখের অনেক বড় ভক্ত। ছোটবেলা থেকেই ওর মুভি দেখি। আর যেহেতু এই মুভি একই সাথে রিলিজ হবে, সেটা মিস করার প্রশ্নই আসে না।’