জবিতে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা 

মো: এনামুল হক, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির রিপোর্টার অমৃত রায়ের উপর অতর্কিত হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সাধারণ সম্পাদক ১৫ তম আবর্তনের ইকবাল মাহামুদ রানা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন জমা দিয়ে এর যথোপযুক্ত বিচার চায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।
জানা যায়, জবি ছাত্রলীগের কর্মীরা ক্যান্টিনে সিরিয়াল টোকেন ছাড়াই খাবার নিতে গিয়ে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের গালি গালাজ করে। ক্যাফেটিরিয়ায় হুলুস্থুল দেখে জিজ্ঞাসাবাদ করতে গেলে সাংবাদিককে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে খেতে বসা অবস্থায় অভিযুক্ত রানা অতর্কিত হামলা চালায়।
তখন সেখানে  উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন উপস্থিত হয়ে হামলাকারীদের নিবারণ করে এবং সাংবাদিকের সাথে কথা বলে। তখন বিচারের আশ্বাস দিয়ে বিষয়টি আপাত স্থবির করতে বলেন।
বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক তথা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম এ সম্পর্কে জানতে পারেন এবং রিপোর্টার্স ইউনিটির সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি ছাত্রকল্যান পরিচালক হিসেবে সুপারিশ করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগের উপদেশ দেন।
এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, “আমি এ বিষটির যথাযথ বিচারের ব্যবস্থা করবো। লিখিত অভিযোগ অনুযায়ী আমি এ শিক্ষার্থী ডেকে এর দ্রুত ব্যবস্থা নিবো।”
এ বিষয়ে জানাজানি হবার পর সাধারণ শিক্ষার্থীদের মনে সংঙ্কার উদ্রেক হয় যে তারা ক্যাম্পাসে কতটা নিরাপদ। যেখানে সাংবাদিকের উপর হামলা হতে পারে, সেখানে তারা কিভাবে নিরাপদে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights