ছেলে ও মেয়ের জন্মদিন, আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠার প্রত্যাশা বাবার
নিউজ ডেস্ক
সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ হাওলাদারের মেয়ে আফিফা আইরিন অনন্যা ও ছেলে রাশিদ শাহরিয়ার প্রিয়’র জন্মদিন আজ শুক্রবার (২ই অক্টোবর)। দুই ভাই বোনের বয়সের পার্থক্য ৭ বছর কিন্তু একই মাসের একই তারিখে জন্ম গ্রহন করেছে তারা।
ছেলে মেয়ের জন্মদিনে বাবা রাজনীতিবিদ আবুল কালাম আজাদ হাওলাদার তাঁর পার্সোনাল ফেসবুক আইডিতে একটি জন্মদিনের শুভেচ্ছা পোস্ট করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-“শুভ জন্মদিন” ২ অক্টোবর আমার মেয়ে আফিফা আইরিন অনন্যা ও ছেলে রাশিদ শাহরিয়ার প্রিয়’র শুভ জন্মদিন।
দু’জনের বয়সের পার্থক্য ৭ বছর কিন্তু একই মাসে একই তারিখে জন্ম গ্রহন করেছে। অনন্যা আইডিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী, প্রিয় আইডিয়াল স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণীর ছাত্র। মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই প্রত্যাশা। সবাই তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
বি:দ্র– এই রাজনীতিবিদ আবুল কালাম আজাদ হাওলাদার দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের কৃতি সন্তান।