ছেলেকে হারিয়ে বাবার আকুতি

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের শামসুল উলুম ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো: মাহিম (১২) হারিয়ে গেছে। গত শনিবার বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে আসলেও বর্তমানে মাহিমের কোনো খোঁজ পাচ্ছেনা তার পরিবার। ছেলেকে খুঁজে পেতে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহিমের বাবা মো: ফখরুল ইসলাম। মাহিম চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার কলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরকলমী গ্রামের বাসিন্দা মোঃ ফখরুল ইসলামের ছেলে।

সে লালমোহন শামসুল উলুম ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো। মাহিমের বাবা মো: ফখরুল ইসলাম বলেন, গত শনিবার বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে শিক্ষকদের কাছ থেকে জানতে পারি, মাহিম মাদ্রাসায় নেই, তবে তার পোশাক-পরিচ্ছদের ব্যাগ মাদ্রাসায় রয়েছে।

মাহিমের উচ্চতা ৪ফুট ২ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল গোলাকার, শরীরের গঠন হালকা-পাতলা, শনিবার বাড়ি থেকে আসার সময় তার পরনে ছিল চা রঙের পাঞ্জাবি। এদিকে ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন মাহিমের বাবা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির মাহিমের খোঁজ পেলে 01714829699 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার বাবা মো: ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights