চোখ দিয়েও করোনা ঢোকে!
নিউজ ডেস্ক
করোনায় কাঁপছে সারা বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনা নিয়ে যতো বেশি গবেষণা করা হচ্ছে, ততোই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। এবার বেরিয়ে এসেছে চোখ দিয়েও মানবদেহে ঢুকে যেতে পারে করোনাভাইরাস। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের একদল গবেষকদের গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে।
গবেষকদের মতে, করোনা চোখের মাধ্যমেও মানব শরীরে ঢুকতে পারে। চোখে এক ধরনের প্রোটিন থাকে। এটির নাম অ্যানজিওটেনসিন-কনভার্টিং এনজাইম-২ (এসিই-২)। এই এনজাইমটি করোনাভাইরাসের অনুকূলে কাজ করে। তারপর চোখ দিয়ে ঢুকে ছড়িয়ে পড়ে ফুসফুসে ও শ্বাসনালীতে। কারণ এই প্রোটিনটি শ্বাসনালী এবং ফুসফুসেও পাওয়া যায়।