চাটখিলে আমানত ফাউন্ডেশন থেকে ঘর পেলেন বিধবা 

ইয়াছিন চৌধুরী,চাটখিল(নোয়াখালী) প্রতিনিধি:  নোয়াখালীর চাটখিলে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশনের উদ্যেগে দুই কন্যা সন্তানসহ বিধবা নারীকে ঘর করে দিয়ে আপন গৃহে বসবাসে ব্যবস্থা করলেন।
বিগত ১ বছর আগে বিধবার স্বামী ইন্তেকাল করেন, ওনার দুইটি মেয়ে কোনো ছেলে নাই, উপার্জনের কোনো মাধ্যেম নাই, তারই আলোকে আমানত ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ঘর করে দিলেন।  প্রথমে ১ টি সেলাই মেশিন প্রধান করে, তার কয়েক মাস পরে ১ মাসের খাদ্য সামগ্রী প্রদান করে, তারই ধারাবাহিকথায় বিধবা নারীকে একটি ঘর প্রদান করে আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এই সময় উপস্থিত ছিলেন দক্ষিন ঘাটলাবাঘ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, আমানত ফাউন্ডেশন এর উপদেষ্টা সুজন আসলাম, বি এম আল মেহেদী আমানত ফাউন্ডেশন এর সভাপতি ফয়সাল আখঞ্জি, সভাপতি আদদ্বীন ইসলাম, সাধারন সম্পাদক আরিয়ান রবিন, এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights