চরম ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি
নিউজ ডেস্ক
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে জনসমুদ্র এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকালি বাহিনীর চোখ এড়িয়ে অবৈধ ট্রলারে চড়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
পুরাতন মাওয়া ঘাট থেকে ট্রলারগুলো ছেড়ে এসে ২ দফা চরে নেমে ভিড়ছে কাঠালবাড়ি ঘাটের দূরবর্তী স্থানে পদ্মা সেতুর কাছে।
এতে যাত্রীপ্রতি খরচ হচ্ছে ৫-৬ শ টাকা। শারীরিক দূরত্ব তো দূরে থাক মানা হচ্ছে না কোনো আইনও।