চরফ্যাসনে রাতের আঁধারে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দুলারহাট (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাসন উপজেলার নুরাবাদ ৬নং ওয়ার্ডে রাতের আধাঁরে বাতানিয়া চৌমহনীতে দোকান ভাঙচুর করে ২০ হাজার টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে মোঃ জাহাঙ্গীর, মোঃ হাসান, মোঃ হেজু ও মোঃ আবু তাহের পন্ডিতের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বাতানিয়া চৌমহনীতে রাস্তার পশ্চিম পাশে আব্বাসের দোকানটি ভেঙে ফেলে একটি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

আব্বাসের স্ত্রী ও তার বোন শাহিনুর প্রতিবেদককে অভিযোগ করে বলেন, আব্বাস তার পৈত্রিক সম্পত্তিতে দোকান তুলেছে। এর মধ্যে জাহাঙ্গীর দোকানটিকে উচ্ছেদ করার জন্য দুলারহাট থানায় একটি অভিযোগ করে। আব্বাসকে জাহাঙ্গীর বিভিন্ন লোকজন দিয়ে মারধর করার হুমকি প্রদান করে।

গত ২৫জুন দুপুরে জাহাঙ্গীর, হেজু ও আবু তাহের দুলারহাট বাজারের আম্মাজান হোটেলে আব্বাসকে আবদ্ধ করে রাখে পরে আব্বাসের বোন শাহিনুর ও ফাতেমা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওদের ভয়ে ঐ রাতেই আব্বাস বাড়ী ছেড়ে চলে যায়। ঐ দিনই রাত আনুমানিক ১ টার দিকে জাহাঙ্গীর ও তার দলবল নিয়ে আব্বাসের দোকানটি ভেঙে ফেলে এবং ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জাহাঙ্গীর মুঠোফোনে প্রতিবেদককে জানান, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও দুলারহাট থানা জানে। আমি দুলারহাট থানায় অভিযোগ করেছি। থানা পুলিশ গত ২৪জুন রাতে সেখানে গেছে এটা হকসাব পন্ডিতে ভার নিছে আব্বাস সকালে দোকান সরিয়ে ফেলবে।

তারপর পুলিশ বলে গেছে এটা যদি সকালে সরিয়ে না ফেলা হয় আমরা আগামীকাল দিনের সময় দিয়েছি তা নাহলে, রাতের ভিতরে সরিয়ে ফেলা হবে। এখন এটা পুলিশ ফেলে দিয়েছে নাকি চেয়ারম্যান ফেলে দিয়েছে এটা আমি বলতে পারিনা। আপনি চেয়ারম্যান ও থানায় যোগাযোগ করে দেখতে পারেন।

নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এ ব্যপারে বলেন, দোকান ভাঙার ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে দোকানের মালিক আব্বাস নুরাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে একটি অভিযোগ করেছেন। আমি নোটিশও করেছিলাম কিন্তু জাহাঙ্গীরেরা আসেনাই।

দুলারহাট থানার এস আই মোঃ দেলোয়ার বলেন, জাহাঙ্গীর পিতা মৃত রুহুল আমিন তার জায়গায় দোকান তুলেছে বলে থানায় একটি অভিযোগ করেছে। দোকানটি কে বা কাহারা ভেঙেছে আমি কিছুই জানিনা।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, আব্বাসের দোকান ভাঙার ব্যপারে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares