চরফ্যাসনে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের সহযোগীতা চাইলেন ইউএনও

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): চরফ্যাসনে বাল্যবিবাহ রোধে ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের সহযোগীতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

তিনি বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাসন অফিসার্স ক্লাবে মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে উপজেলাস্থ মাদ্রাসা প্রধান ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলার কয়েক শত মাদ্রাসা শিক্ষক অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights