চরফ্যাসনে নিহত জেলে পরিবারের পাশে শুভসংঘ
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনে দুস্থ ও নিহত ১১জেলে পরিবারের মাঝে কালের কন্ঠের স্বেচ্ছাসেবি সংগঠন”শুভসংঘ থেকে বুধবার খাবার বিতরণ করা হয়েছে।
চরফ্যাসন শুভসংঘের সভাপতি সাংবাদিক আমির হোসেন ও সাধারণ সম্পাদক প্রভাষক ইউছুফ হোসাইন ইমন অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেস্টা অধ্যাপক খোরশেদ আলম, অধ্যাপক মহিউদ্দিন বাচ্চু, এম আবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত, কামাল হোসেন মিয়াজি,মাঈনুল ইসলাম মনির,মিজান নয়ন, অশোক সাহা ।অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন কালের কন্ঠের চরফ্যাসন প্রতিনিধি কামরুল সিকদার সহ স্থানীয় বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মিরা।
২৫ জুন সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে চরফ্যাসনের ৭ জেলে সাগরে ডুবে মারা যায়।খাবার সহায়তা নিয়ে তাদের পাশে দাড়ায় শুভসংঘ।